* যে উপজেলায় স্থানান্তরের জন্য ইচ্ছুক, ঐ উপজেলা নির্বাচন অফিস হতে স্থানান্তরের ফরম (ফরম-১৩) সংগ্রহ করে পূরণ করতে হবে।
* পূরণকৃত ফরমে ভোটারের স্বাক্ষর এবং ভোটারকে যাচাইকারীর স্বাক্ষর করে নিম্নোক্ত কাগজপত্রাদী সংযুক্ত করে উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে।
১। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ০১ কপি।
২। ইউপি/পৌর চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদ ০১ কপি।
৩। ইউটিলিটি/বিদ্যুত বিলের কপি।
৪। ইউপি/পৌর কর রশিদের কপি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS