Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণের বিস্তারিত

ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত প্রশিক্ষণঃ

 

নির্বাচন কমিশনের নির্দেশনায় যে বছর ভোটার তালিকা হালনাগাদ করা হয় সে সময় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পাদনের জন্য-

ক) তথ্য সংগ্রহকারী

খ) সুপারভাইজার

গ) টেকনিক্যাল সার্পোট

ঘ) টিম লিডার

*) হেলপার পদে জনবল নিয়োগ করা হয়। এসব জনবল সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসার সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করে থাকেন এবং নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক নিয়োগকৃতদের ১ (এক) দিনের প্রশিক্ষণ দেয়া হাওয়।

প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্শঃ

ক) প্রশিক্ষণ ব্যবস্থাপনার প্রজেক্টরের মাধ্যমে স্বচিত্র সহ প্রশিক্ষণ প্রয়োজন।

খ) প্রশিক্ষণ ক্লাসে প্রশিক্ষনার্থিদের সুবিধার্থে প্রশিক্ষদের সাথে সাউন্ড বক্সের মাধ্যমে উন্নত মানের মাউথ স্পিস থাকা দরকার।

গ) প্রতিটি উপজেলায় প্রশিক্ষণ উপযোগী ক্লাস কক্ষ বিশিষ্ট প্রতিষ্ঠান থাকা দরকার ।

ঘ) প্রশিক্ষণ উপকরণ উন্নত মানের হওয়া বাঞ্চনীয়।

পরিদর্শন সংক্রান্তঃ

বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে ইউনিয়ন অথবা ভোটার এলাকায় পরিদর্শন করা আপ্রয়োজন হয়।

যেমনঃ 

নতুন ভোটারঃ কোন ভোটার যোগ্য ব্যক্তি ভোটার হওয়ার জন্য আবেদন করলে তার আবেদন যথার্থ কিনা তথা তিনি রোহিঙ্গা ভোটার কিনা, ভারতীয় ভোটার কিনা কিংবা তিনি বাংলাদেশী নাগরিক কিনা যাচাইয়ের জন্য ইউনিয়ন, কিংবা প্রয়োজনে ভোটার এলাকা পরিদর্শন করে নিশ্চিত হয়ে তাকে ভোটার করা হয় ।

খ) স্থানান্তর ভোটারঃ একজন ভোটার যোগ্য ব্যক্তি বাংলাদেশের যেকোন  স্থানে  ভোটার হতে পারে । ভোটার হিসেবে  অন্তর্ভুক্ত করনের পর আর দ্বিতীয়বার ভোটার হওয়ার সুযোগ নেই । স্বিতীয়বার ভোটার হলে এটা শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে কোন ভোটার একবার কোন স্থানে ভোটার হলে তিনি যদি অন্যকোন স্থানে ভোটার টি স্থানান্তর করা প্রয়োজন মনে করেন তাহলে তিনি ১৩ নং ফরম টি ( স্থানান্তর ফরম) পূরণপূর্বক সংস্লিস্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে আআবেদন করলে তার ভোটারটি স্থানান্তর হয়ে যাবে।

গ) তদন্ত সংক্রান্তঃ কোন নাগরিক ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হতে আগ্রহ প্রকাশ করলে তিনি সত্যিকার অর্থেই ভোটারযোগ্য কিনা কিংবা ভোটার হিসেবে অন্তর্ভক্ত হওয়ার পর তার জাতীয় পরিচয়পত্রে কোন ধরনের ভুলের কারনে কোন ভোটার আবেদন করলে তা সরেজমিনে তদন্তপূর্বক দেখা হয় প্রকৃতই তার জাতীয় পরিচয়পত্রে ভুল আছে কিনা ইত্যাদি কারনে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়।        

 

জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন প্রশিক্ষণ সংক্রান্ত কার্যক্রমঃ

 

জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন  পরিচালনায় দক্ষ জনবল নিয়োগের লক্ষে নির্বাচন কমিশনের অধীনস্ত্য নির্বাচনী প্রশিক্ষণ ইনিষ্টিটিউট কর্তৃক নিম্নলিখিত নির্বাচনের জন্য ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশিত হয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের তত্ত্বাবধানে উপজেলা নির্বাচন অফিস সম্পাদন করে থাকে। যথা-

ক) পিজাইডিং অফিসারদের ( ভোটগ্রহণ কর্মকর্তা) প্রশিক্ষণ।

খ)   সহকারি পিজাইডিং অফিসারদের ( ভোটগ্রহণ কর্মকর্তা) প্রশিক্ষণ।

গ) পোলিং অফিসারদের ( ভোটগ্রহণ কর্মকর্তা) প্রশিক্ষণ।

ঘ) ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণ।

চ) পোলিং এজেন্টদের প্রশিক্ষণ

 

জেলা পরিষদের নির্বাচনের প্রশিক্ষণ

ক) পিজাইডিং অফিসারদের ( ভোটগ্রহণ কর্মকর্তা) প্রশিক্ষণ।

খ) সহকারী পিজাইডিং অফিসারদের ( ভোটগ্রহণ কর্মকর্তা) প্রশিক্ষণ।

গ) পোলিং অফিসারদের ( ভোটগ্রহণ কর্মকর্তা) প্রশিক্ষণ।

ঘ) পোলিং এজেন্টদের প্রশিক্ষন

 

উপজেলা পরিষদের নির্বাচনের প্রশিক্ষণ

ক) পিজাইডিং অফিসারদের ( ভোটগ্রহণ কর্মকর্তা) প্রশিক্ষণ।

খ) সহকারী পিজাইডিং অফিসারদের ( ভোটগ্রহণ কর্মকর্তা) প্রশিক্ষণ।

গ) পোলিং অফিসারদের ( ভোটগ্রহণ কর্মকর্তা) প্রশিক্ষণ।

ঘ) ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণ

চ) পোলিং এজেন্টদের প্রশিক্ষন

 

ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রশিক্ষণঃ

ক) পিজাইডিং অফিসারদের ( ভোটগ্রহণ কর্মকর্তা) প্রশিক্ষণ।

খ) সহকারী পিজাইডিং অফিসারদের ( ভোটগ্রহণ কর্মকর্তা) প্রশিক্ষণ।

গ) পোলিং অফিসারদের ( ভোটগ্রহণ কর্মকর্তা) প্রশিক্ষণ।

ঘ) ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণ

চ) পোলিং এজেন্টদের প্রশিক্ষন

 

উল্লেখ্য, অত্র উপজেলায় সিটি কর্পোরেশন, এবং পৌরসভা না থাকায় এখানে কোন সিটি কর্পোরেশন এবং পৌরসভা নির্বাচনে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ গ্রহণ করা হয় না, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাচন অফিসার, নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তারা সকল নির্বাচনের ভোট গ্রহণ কর্মকর্তা( প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং ভোটকেন্দ্রে নিয়োজিত আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন । জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং তদুর্দ্ধো কর্মকর্তারা সুপার ভাইজিং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। উল্লেখিত নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দানের জন্য প্রশিক্ষক হিসেবে নির্বাচনী প্রশিক্ষক হিসেবে নির্বাচনী প্রশিক্ষণ ইনষ্টিটিউট, ঢাকা প্রশিক্ষণ দিয়ে থাকে।